User-agent: Mediapartners-Google
Disallow:
Disallow:
সূরা আত-তাকাসুরের আরবী উচ্চারন, অর্থ এবং তাঁর ফজিলত।
سورة التكاثر
সূরা আত-তাকাসুর (১০২)
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, ও অসীম দয়ালু।
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
(১) প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
(২) এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
(৩) এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
(৪) অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِي
(৫) কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
لَتَرَوُنَّ الْجَحِيمَ
(৬) তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِي
(৭) অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
(৮) এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
ফজিলতঃ
রসুল করীম (সাঃ) একবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কারও এমন ক্ষমতা নেই যে, এক হাজার আয়াত পাঠ করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেনঃ হাঁ এক হাজার আয়াত পাঠ করার শক্তি কয়জনের আছে। তিনি বললেনঃ তোমাদের কেউ কি সূরা তাকাছুর পাঠ করতে পারবে না ? উল্লেখ্য এই যে,
দৈনিক এই সূরা পাঠ করা এক হাজার আয়াত পাঠ করার সমান।- (মাযহারী)
""♥(¯`'•.¸(¯`'• . ¸
*♥♥*¸.•'´¯)¸.•' ´¯)♥
♥♥(¯`'•.¸(¯`'•. ¸**¸.•'´¯)¸.•'´ ¯)♥♥
♥ভাল লাগলে শেয়ার করুম♥
(_¸.•'´(_¸.•'´* ♥♥♥♥*`'•.¸_)`'• .¸_)
♥(_¸.•'´(_¸.•'´ *♥♥*`'•.¸_)`'•. ¸_)
bangla uccaron
উত্তরমুছুন